প্রোফাইল
রেডিও টুডে বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল, আত্মপ্রকাশ ২০০৬ সালে। ঢাকা-সহ বাংলাদেশের বেশিরভাগ ছোটবড় শহরে সাতদিন ২৪ ঘণ্টা সম্প্রচার করে চ্যানেলটি। রেডিও টুডের বিশেষত্ব হল খবর পরিবেশনা এবং 'ইনফোটেইনমেন্ট'। বিনোদনের পাশাপাশি দিনে ৫ বার প্রকাশিত হয় বাংলা/ইংরেজি খবর বুলেটিন।
স্লোগানবাংলাদেশের প্রথম ও #১ প্রাইভেট রেডিও চ্যানেল!
প্রধান প্রধান অনুষ্ঠান- টুডে'জ্ আড্ডা
- রাশ আওয়ার
- হ্যালো ফ্রেন্ডস্
- গুড মর্নিং ঢাকা
- উইকেন্ড হাঙ্গামা
প্রধান প্রধান আর জে- জাহিরুল ইসলাম তুতুল
- ফরিদ
- জানসির
- নিশা
- সাব্বির
- অহনা তাসনিম খান
যোগাযোগ৩৪, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, আওয়াল সেন্টার (১৩ ও ২৯ ফ্লোর), বনানী, ঢাকা, ১২১৩, বাংলাদেশ
আরও দেখান
কম দেখান